ঢাকা, শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কতটুকু পরিমাণ খেদমত করলে স্বামীর হক আদায় হবে:

মাওলানা মোঃ ইমাম হোসেন

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩, ১০:১৮ এএম

কতটুকু পরিমাণ খেদমত করলে স্বামীর হক আদায় হবে:

হযরত আবু সায়ীদ খুদরী রাদিয়াল্লাহু তা'আলা আনহু হইতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তাহার মেয়েকে নিয়ে উপস্থিত হয়ে বলেন, আমার এই মেয়ে বিবাহ বসতে অস্বীকার করে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবার কথা শোনো। তখন মেয়ে বললেন, ওই জাতের কসম যিনি আপনাকে হক দিয়ে প্রেরণ করেছেন, আমি কখনো বিবাহ বসব না, যে পর্যন্ত আপনি এই খবর না দিবেন যে, স্বামীর হক্ব স্ত্রীর উপর কতটুকু?

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বামীর হক বিবির উপর এই যে, স্বামীর যদি কোন জখম হয়, অথবা স্বামীর নাক দিয়ে পূজা বারক্ত বের হয়, স্ত্রী তা মুখ দিয়ে চুষে পান করে, তারপরও হক আদায় হবে না।

উল্লেখ্য যে, এটা স্বামীর খেদমতের গুরুত্বের উদাহরণ দিতে গিয়ে বলেছেন। নতুবা রক্ত পুঁজ ইত্যাদি নাপাক। স্ত্রী জন্য তা পান করা বৈধ নয়।

HTML tutorial