যে ব্যক্তি এহতেমামের সহিত ও গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবে,আল্লাহ তায়ালা তাহাকে পাঁচ প্রকার পুরুষ্কারে সম্মানিত করিবেন....।
(১)রুজী -রোজগার ও জীবনের সংকীর্ণতা হইতে তাহাকে মুক্ত করবেন।
(২)তার উপর হইতে কবরের আযাব হটাইয়া দিবেন।
(৩)কিয়ামতের দিন আমলনামা তাহার ডান হাতে দান করবেন।
(৪)সে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়ে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে।
(৫) বিনা হিসেবে সে বেহেশতে প্রবেশ করিবে...।