সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) রাতে উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়া বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন অর্ণব কবির পাপন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন—টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বেড়িপোটল গ্রামের দুলাল মিয়ার দুই ছেলে নাছির ও রুবেল এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়া বাড়ি গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে সাদ্দাম।
আইন-অপরাধ রিলেটেড নিউজ
অভিযানে ১৮ পিস ইয়াবা, গাঁজা, পাঁচটি বাটন ফোন, নগদ ৭ হাজার ৮৯০ টাকা এবং একটি ধারালো অস্ত্র (কুড়াল) জব্দ করা হয়। পরে সকালে আটককৃতদের সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন